আবারও বড় ধরনের সহিংসতার ঘটনা হয়েছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে। তিনটি গ্রামে একযোগে চালানো হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৭০ জন। জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।
রোববার (৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটি। জানায়, এক সপ্তাহ আগে ইয়াতেঙ্গা প্রদেশের তিনটি গ্রামে হামলা চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর চালায় বাড়িঘরে। নির্বিচারে চালায় হত্যাযজ্ঞ। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। আবারও জঙ্গি হামলার শঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে।
২০২২ সালে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলেও দেশটির এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। গত মাসেই পরপর হামলার শিকার হয় একটি মসজিদ ও একটি গীর্জা। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান।
/এএম
Leave a reply