ড.কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগিরক আন্দোলনের নিবন্ধন বাতিল করে দেয়া নির্বাচন কমিশনের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সংগঠনটির নিবন্ধন বাতিল করে গত ৪ অক্টোবর চিঠি দেয় নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে রিট দায়ের করেন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি ড. কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ। ২০০৮ সালের ১৬ নভেম্বর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে নিবন্ধন দেয় ইসি।
Leave a reply