বিশ্বে প্রথম দেশ হিসেবে গর্ভপাতের সাংবিধানিক অধিকার পেলেন ফ্রান্সের নারীরা। সোমবার (৪ মার্চ) দেশটির পার্লামেন্টে হয় এ বিষয়ক ভোটাভুটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের বিশেষ অধিবেশনে ৭৮০ ভোটে পাস হয় বিলটি। বিপক্ষে ছিলেন ৭২ এমপি। ঐতিহাসিক এ সিদ্ধান্তকে ফ্রান্সের জন্য গৌরবময় আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। বলেন, বিশ্বের জন্য এটি বার্তা।
ভোটের পর, রাস্তায় উল্লাস প্রকাশ করেন বহু ফরাসি। আলোয় উদ্ভাসিত হয় আইফেল টাওয়ার। ফ্রান্সে ১৯৭৫ সাল থেকেই গর্ভপাত বৈধ। তবে জনমত জরিপে দেখা যায়, ৮৫ ভাগ মানুষ সংবিধান অনুযায়ী চান অধিকার। সবশেষ, ২০০৮ সালে দেশটির সংবিধানে আনা হয়েছিলো সংস্কার।
\এআই/
Leave a reply