চার দিনের সফরে সৌদি গেলেন প্রধানমন্ত্রী

|

চার দিনের সফরে সন্ধ্যায় সৌদি আরব গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিশেষ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্য রওনা হন তিনি।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে এই সফরে গেছেন শেখ হাসিনা। এই সফরে প্রতিরক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের সহযোগিতা বিষয়ে দুইটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ ও সৌদি আরব। প্রধানমন্ত্রী আগামীকাল রিয়াদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিকেলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন এবং কাউন্সিল অব সৌদি চেম্বারস আয়োজিত বিজনেস সেমিনারে অংশ নেবেন।

১৭ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদীনা যাবেন। পরদিন সকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর তিনি মদীনা থেকে যাবেন মক্কায়। রাতে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। পরে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের জন্য সম্প্রতি কেনা জমিতে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি।

১৯ অক্টোবর ভোরে প্রধানমন্ত্রী জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply