এলাহাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তে উত্তপ্ত ভারত

|

ভারতের ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গণে। বিজেপি সরকারের এ পদক্ষেপে ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যেও।

মঙ্গলবার, উত্তর প্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর আসে এ ঘোষণা। ভারতের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ এবং হিন্দু তীর্থভূমি খ্যাত এলাহাবাদের নাম ‘প্রয়াগরাজ’ করার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

১৫৭৪ সালে মোঘল সম্রাট আকবর শহরটির নাম প্রবর্তন করেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসস্থানও ছিল এ শহরে। অভিযোগ উঠেছে- মুসলিম নাম বলে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের অপতৎপরতার অংশ, এই নাম পরিবর্তন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply