খুলে গেল উড়ন্ত বিমানের চাকা, পার্কে থাকা গাড়ি চূর্ণবিচূর্ণ

|

উড়ন্ত বিমানের চাকা খুলে পড়লো রাস্তায় থাকা গাড়ির ওপর। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এতে দুমড়ে-মুচড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি। শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এমন দুর্ঘটনার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট। এসময় এতে আরোহী ছিলো ২৪৯ জন। জাপানের উদ্দেশে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে, বোয়িং-ট্রিপল সেভেন-টু হান্ড্রেড মডেলের বিমানটি।

ভিডিওফুটেজে দেখা যায়, উড্ডয়নের পরপরই ল্যান্ডিং গিয়ার থেকে খুলে পড়ে একটি চাকা। পার্কিং লটে থাকা কয়েকটি গাড়ির ওপর ছিটকে পড়ে ১১৬ কেজি ওজনের চাকাটি। পরে, লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। আরোহীদের জাপানে পৌঁছে দিতে ভিন্ন একটি বিমানের ব্যবস্থা করা হয়। চাকা খুলে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply