সংস্কার শেষে খুললো পোস্তগোলা ব্রিজ

|

পোস্তগোলা সেতু। ফাইল ছবি।

সংস্কার কাজ শেষে ১৬ দিন পর সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পোস্তগোলা ব্রিজ (বুড়িগঙ্গা-১)। গত ২২ ফেব্রয়ারি এই সেতুর সংস্কার কাজ শুরু হয়। যা চলে ৮ মার্চ পর্যন্ত।

সংস্কারকালীন সেতু দিয়ে লরি, ট্রাক ও কাভার্ডভ্যানের মতো ভারী যান চলাচল বন্ধ থাকে। তবে এ সময় চলাচল করে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ হালকা যানবাহন। এরমধ্যে কয়েকদিন হালকা যান চলাচলও বন্ধ রাখা হয়। তখন বিকল্প রুট ব্যবহার করতে হয়েছে যাত্রী-চালকদের।

সংস্কার কাজ শেষে শনিবার (৯ মার্চ) ভোর থেকে আবারও স্বাভাবিকভাবে সকল ধরনের যান চলাচল শুরু হয়েছে। এতে করে গত কয়েকদিনের ভোগান্তি কমবে বলে আশা এই পথে চলাচলকারীদের।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। পোস্তগোলা সেতু পার হওয়ার সময় তাতে জাহাজটি ধাক্কা দিলে আটকে যায়। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply