নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

|

নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার (১০ মার্চ) তেল আবিবে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেল আবিব ছাড়াও বিভিন্ন শহরে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। জিম্মি মুক্তিতে প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন তারা। সড়ক অবরোধ করে চলে কর্মসূচি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন সরকারের দাবিও জানায় বিক্ষোভকারীরা।

এদিন, ব্যাপক সহিংসতা হয় রাজধানী তেল আবিবে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় লাঠিচার্জও করে পুলিশ। আন্দোলনকারীদের সাথে ব্যাপক ধ্স্তাধস্তিও হয় নিরাপত্তা বাহিনীর। চলে ধরপাকড়ও।

স্থানীয় গণমাধ্যম জানায়, সংঘর্ষের জেরে অন্তত ১৬ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ইস্যুতে গেলো পাঁচ মাস ধরেই বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ জনগণ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply