আল-আকসায় ঢুকতে বাঁধা ফিলিস্তিনিদের

|

ছবি: আনাদোলু এজেন্সি

পবিত্র আল-আকসায় তারাবিহ পড়তে ফিলিস্তিনিদের বাঁধা দিলো ইসরায়েল প্রশাসন। রমজান উপলক্ষ্যে নামাজ আদায়ে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। সোমবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

জানা যায়, প্রতিবাদ করলে ফিলিস্তিনিদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। দেখা দেয়া ব্যাপক বিশৃঙ্খলা। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে আনাদোলু জানায়, রমজান মাসে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে ইহুদিদের প্রবেশে অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিজের কাঁধে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে, শর্তসাপেক্ষে রমজানে আল আকসায় নামাজ পড়তে দেয়া হবে, এমনটা জানানো হয়েছিল। শুধু নারী ও প্রবীণদের বিনা বাধায় ঢুকতে দেয়া হচ্ছে মসজিদ প্রাঙ্গনে। গত শুক্রবারও জুমার নামাজ পড়তে গেলে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হন ফিলিস্তিনিরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply