চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা

|

ছবি- গেটিইমেজ

লা লিগার শিরোপা রেস থেকে এখন অনেকটাই দূরে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগেও এবার দিতে হবে কঠিন পরীক্ষা। শেষ ষোলোর ফিরতি লেগে রাতে ইতালির ক্লাব নাপোলিকে আতিথ্য দেবে জাভি হার্নান্দেজের দল।

মঙ্গলবার (১২ মার্চ) ‍দিবাগত রাত দু’টায় শুরু হবে ম্যাচটি। এস্তাদিও অলিম্পিকো লুইস কোম্পানিস মাঠে শেষ আট নিশ্চিতের লড়াইয়ে নামবে বার্সা-নাপোলি।

সবশেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সা। এবার তাদের সামনে শেষ আটে যাওয়ার সুযোগ। ২০২০ সালে শেষবার এই নাপোলিকেই হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল স্প্যানিশ জায়ান্টরা।

এবার প্রথম লেগে নাপোলির মাঠে ১-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। ফিরতে লড়াইয়ে ড্র হলেই নিশ্চিত হবে শেষ আট। তবে চোটের কারণে ডি ইয়ং, পেদ্রি ও ফেরনান তোরেসকে পাচ্ছে না বার্সা।

ম্যাচ নিয়ে বার্সেলোনা কোচ জাভি বলেন, মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। আমরা প্রস্তুত ও রোমাঞ্চিত। মাঠে সাহসী নাপোলিকে আশা করছি। তাদের ব্যক্তিগত প্রতিভা সম্পন্ন অনেক ফুটবলার আছে। বড় দলের বিপক্ষে দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে।

অন্যদিকে, সেরা ছন্দে নেই নাপোলি। সিরি-আ’তে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ৩১ পয়েন্ট পিছিয়ে সাত নম্বরে আছে ক্লাবটি। লিগে ২৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ৪৪। জয় ১২টি, বিপরীতে ড্র ও হার সমান ৮টি। তবে নতুন কোচ কালজোনার অধীনে সবশেষ ৫ ম্যাচেই অপরাজিত নাপোলি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply