গোপালগঞ্জের ব্রোঞ্জ গহনাকে জিআই পণ্য হিসেবে আবেদন

|

গোপালগঞ্জের ব্রোঞ্জ গহনাকে জিআই পণ্য হিসেবে আবেদন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

এবার গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জ গহনাকে জিআই (ভৌগলিক নির্দেশক) পণ্যের স্বীকৃতি পেতে আনুষ্ঠানিক আবেদন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় জিআই পণ্যের অর্ন্তভুক্তির জন্য বাংলাদেশ শিল্পমন্ত্রণালয়ে আবেদন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

জেলা প্রশাসন জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় একশ বছর ধরে ব্রোঞ্জের গহনা তৈরি হয়ে আসছে। যা দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে পাশের দেশ ভারতেও বিক্রি হয়েছে এসব ব্রোঞ্জের গহনা।

বর্তমানে জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্রোঞ্জের গহনা বিক্রির জন্য একটি বাজার গড়ে উঠেছে। ক্রেতা-বিক্রেতেরা এই বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। তাই শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদফতরে পণ্যটির জিআই স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply