আলিসন-এডারসনকে ছাড়াই প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত মড়ার উপর খাঁড়ার ঘা পড়লোই। চোটের কারণে আগেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকে ছিটকে যান ব্রাজিল দলের নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার। এবার সে তালিকায় যোগ দিয়েছেন দলের আরেক গোলরক্ষক এডারসনও।ফলে দলের সেরা দুই গোলকিপারকে ছাড়াই মার্চের এই দুই প্রীতি ম্যাচে মাঠে নামতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

মাঠের ফুটবলে সময়টা বড্ড খারাপ যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের। সবশেষ ৪ ম্যাচে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। এরইমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে চোটে পড়েন এডারসন। রোববার লিভারপুলের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে দারউইন নুনেসকে চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান তিনি।

শুধু এডারসনই নন, চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন পিএসজির মার্কিনিওস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও। মার্কিনিওসের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্টিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।

মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৩১ মার্চ আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচেও এডারসনের মাঠে নামা এখন প্রবল শঙ্কায়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply