এবারও ঈদে রেলের টিকিট বিক্রি অনলাইনে, এক এনআইডিতে মিলবে সর্বোচ্চ ৪ টিকিট

|

ফাইল ছবি।

এবারের রোজার ঈদযাত্রায়ও রেলের টিকিট বিক্রি হবে অনলাইনে। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আরও জানান, বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। অন্যান্য বছরে ঈদে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবার ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ। যাত্রাপথে ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। আর ফিরতি পথে টিকিট বিক্রি শুরু হবে ৪ এপ্রিল।

রেলমন্ত্রী আরও বলেন, এবারের ঈদে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন ছাড়া হবে।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply