ডিবি পরিচয়ে ছিনতাই করতো তারা

|

ডিবি সদস্যদের সাথে গ্রেফতাকৃত ৫ ছিনতাইকারী (হ্যান্ডকাপ পরানো)।

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৫ জনকেই রাজধানী থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকা, ডিবির জ্যাকেট, খেলনা পিস্তল ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, মূলত টার্গেট করেই ডাকাত ও ছিনতাই করতো তারা। চক্রটি মগবাজারে হোটেল ভাড়া নিয়ে ডাকাতির কাজ করে আসছিল। ডিবি পুলিশের পরিচয় দিয়ে ২০১৬ সাল থেকে তারা ডাকাতি করে আসছে।

হারুন-অর-রশীদ আরও জানান, পুলিশের হাতে এর আগেও বেশ কয়েকেবার গ্রেফতার হয়েছে তারা। জামিনে বেরিয়ে আবার ডাকাতিতে জড়িয়ে পড়ে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply