যানজটে আটকা তামিম, ওপেনিংয়ে নেমে দিপু-ইমনের সেঞ্চুরি

|

ফাইল ছবি

ঢাকা শহরের চিরচেনা ভোগান্তি যানজট। নগরবাসীর কাছে সবসময়ই বিরক্তির কারণ এটি। তবে যানজট সবসময় ভোগান্তি না হয়ে কখনও কখনও সৌভাগ্যেরও হতে পারে। এই যেমন, ঢাকা থেকে বিকেএসপিতে যাবার পথে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে যানজটে আটকে পড়েন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। ফলে নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে পারেননি তিনি।

তামিম না পৌঁছানোয় প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিংয়ে নামেন দুই তরুণ শাহাদত দিপু ও পারভেজ হোসেন ইমন। এরপর দুজনে রীতিমত বিধ্বস্ত করেছেন ব্রাদার্স ইউনিয়নের বোলারদের। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই।

ওপেনিংয়ে গড়েন ২৪৬ রানের জুটি। ১১৯ রান করে থামেন দিপু। তবে ৮ ছক্কায় ১৫১ রানের ঝলমলে ইনিংস খেলেন ইমন। তবে পরে মাঠে পৌঁছে তিন নম্বরে নামেন তামিম ইকবাল। যদিও তিনি ইনিংস বড় করতে পারেননি। থেমেছেন মাত্র ১৬ রানে।

তবে ওপেনিং জুটির গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে ৩৮০ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক। যে পাহাড় আর টপকানো হয়নি ব্রাদার্সের। আব্দুল মজিদ হাফ সেঞ্চুরি করলেও ১৬৫ রানের বড় জয় পেয়েছে তামিমের দল।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply