ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে অনুদান দেয়ার তথ্য প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অনুদানের লিস্টে পরেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমুল কংগ্রেস। তৃতীয় অবস্থান দেশটির প্রাচীন ও ঐতিহ্যবাহী দল কংগ্রেস।
তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে ঢুকেছে ৬ হাজার কোটি রুপির বেশি। মমতা ব্যানার্জির দলের জন্য বরাদ্দ ১৬শ’ কোটি। অন্যদিকে, কংগ্রেসের তহবিলে গিয়েছে প্রায় দেড় হাজার কোটি রুপি। পিছিয়ে নেই আঞ্চলিক রাজনৈতিক দলগুলোও।
তবে, অনুদান দাতাদের তালিকায় নেই আম্বানি বা আদানির মতো কর্পোরেট জায়ান্ট। এর আগে, ভারতের সুপ্রিম কোর্ট, আগামী ১৫ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর আর্থিক তহবিলের তথ্য প্রকাশের নির্দেশ দেন নির্বাচন কমিশনকে।
/এআই
Leave a reply