রাজধানীর অভিজাত এলাকার হোটেলগুলোতে চুরির সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্তের নাম জুবাইদা সুলতানা, তিনি সাবেক এক যুগ্ম সচিবের মেয়ে। ১২ বছর ধরে এ অপরাধের সাথে যুক্ত বলে দাবি গোয়েন্দা পুলিশের।
শনিবার (১৬ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, আটক জুবাইদার মূল টার্গেট ছিল পাঁচ তারকা হোটেল এবং সেখানকার আগত অতিথিরা। এই নারী গত ১২ বছরে প্রায় আট শতাধিক মোবাইল ফোন চুরি করেছেন। এমন অভ্যাসের জন্য জুবাইদাকে ঘর থেকে বের করে দিয়েছিল তার পরিবার।
ডিএমপির ডিবি প্রধান জানান, গত ৩ মার্চ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এক সেমিনার থেকে ক্যানসার চিকিৎসায় পরিচিত চিকিৎসক ডা. ফারহানা হকের মোবাইল ফোন, ব্যাগ ও গহনা চুরি করেন জুবাইদা। পরে ওই চিকিৎসকের জিনিসপত্র বিক্রি করে দিলেও তার হোয়াটসঅ্যাপ নম্বরটি নিজের মোবাইলে ট্রান্সফার করে নেন। এরপর জুবাইদা নিজে সাজেন ডা. ফারহানা। রোগীরা যোগাযোগ করলে বা পরামর্শ চাইলে ফারহানা সেজে ব্যবস্থাপত্র দিয়ে হাতিয়ে নিয়ে আসছিলেন মোটা অঙ্কের টাকা।
এ বিষয়ে গত ১২ মার্চ রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর থেকে এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে ডিবি। তদন্তের একপর্যায়ে গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মহিলাদের ১৬টি হ্যান্ডব্যাগ, ৪টি মোবাইল, ৫টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, অলঙ্কার, বিভিন্ন সুপার শপের কার্ড, ৪টি পেনড্রাইভ জব্দ করা হয়।
এদিকে, চায়নাতে পড়তে যাওয়া বাংলাদেশিদের ব্যবহার করে প্রতারণা করছে একটি চক্র। তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও ডিবি খুঁজছে বলে জানান হারুন-অর-রশীদ।
/এমএন
Leave a reply