অস্ট্রেলিয়ার বিপক্ষে মেয়েদের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

|

ছবি- ফাইল

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার শামীমা সুলতানা।

অলরাউন্ডার লতা মণ্ডল ও ব্যাটার শরীফা খাতুনের মূল দলে জায়গা হয়নি। দুজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে নতুন মুখ ফারজানা হক লিসা। অধিনায়ক রয়েছেন নিগার সুলতানা জ্যোতিই। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। দুই দল এর আগে কখনই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি। অ্যালিসা হিলির নেতৃত্বে অস্ট্রেলিয়া দলের রোববার (১৭ মার্চ) ঢাকায় আসার কথা। বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজি মেয়েরা। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদ খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম, শরীফা খাতুন ও লতা মন্ডল।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২১, ২৪ ও ২৭ মার্চ। এরপর ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। েম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আর টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময় দুপুর ১২টা।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতেরও।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply