শেখেরচর বাবুরহাটে আগুন; ৩২টি কাপড়ের দোকান পুড়ে ছাই

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী: 

নরসিংদীর শেখেরচর বাবুরহাটে রাতের আঁধারে পুড়ে গিয়েছে অন্তত ৩২টি কাপড়ের দোকান। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ১ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে আরও ২ ঘণ্টা। 

সরেজমিন দেখা গেছে, এসব দোকানে গজ কাপড় ও তোষকের কভার পাইকারি কেনাবেচা চলতো। আগুন নেভানোর আগেই প্রায় ৯০ শতাংশ কাপড় পুড়ে যায়। যেগুলো অবশিষ্ট আছে সেগুলো কোনো কাজে লাগবে না জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে ৩২টি দোকানের ১০ কোটি টাকার কাপড় নষ্ট হয়ে গেছে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র, প্রাথমিকভাবে এমনটাই ধারনা করছে ফায়ার সার্ভিস। অন্যদিকে পুঁজি হারানো ব্যবসায়ীরা বলছেন, তাদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারের সুদৃষ্টি।

/এমএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply