ফোন কম চালাতে বলায় বাবাকে গুলি করলেন ছেলে

|

মানুষের অনেক ধরনের নেশা থাকে যেটায় সে বুদ হয়ে থাকতে পছন্দ করে। তেমনি মোবাইল বা মুঠোফোন আসক্তিও কিছু মানুষের কাছে সেরকম এক নেশা। কেউ কেউ এর প্রতি এতটাই আসক্ত হয় যে, ফোন ব্যবহারে বিরত থাকতে বললে উদ্ভট আচরণ করা শুরু করে তারা।

তেমনি এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ২৯ বছর বয়সী যুবক সৌমেন মণ্ডলের ফোনের প্রতি আসক্তি তার বাবার চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তার ফোনের প্রতি নেশা এমন অবস্থায় পৌঁছেছিল যে, সেটি নিয়ে তার বাবা বারণ করায় বাবা সুশান্ত মণ্ডলকে গুলি করে সেই যুবক।

সুশান্ত মণ্ডলের ছোট ছেলে সৌমেন তেমন কোনও কাজকর্ম করতেন না। ছেলে কেন সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, এ নিয়ে তাকে বকাবকি করে তার বাবা। বাবার বকাবকিতে বিরক্ত হয়ে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে ছেলে সৌমেন। একটি গুলি লাগে সুশান্ত মন্ডলের বুকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে তার।

উল্লেখ্য, ওই যুবক অস্ত্র কোথায় থেকে পেল তা এখনও জানতে পারেনি স্থানীয় পুলিশ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply