সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প হওয়ায় সন্তুষ্ট বাংলাদেশের কোচ

|

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে সৌদি আরবে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। কিং ফাহাদ স্পোর্টস গ্রাউন্ডে প্রায় দুই সপ্তাহের অনুশীলন শেষে হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের এবারের গন্তব্য কুয়েত। সেখানে ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৬ মার্চ ফিরতি লেগের ম্যাচ হবে ঢাকায়। এদিকে, সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প, ফিলিস্তিন ম্যাচের আগে ভালো প্রভাব রাখবে বলে মনে করেন ক্যাবরেরা।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা যে সহজ হচ্ছে না তা অনুমেয় ছিল আগেই। তাই তো সৌদি আরবে দুই সপ্তাহর কন্ডিশনে ব্যস্ত সময় পার করেছে জায়েদ-জনি-সাদ’রা। ইসরায়েল আগ্রাসনের কারণে ফিলিস্তিনের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়েতে। সৌদির সাথে আবহাওয়ার মিল থাকায় বেশ ভালোভাবেই ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ। আলাদা আলাদা সেশনে ফুটবলারদের বাড়তি তদারকির কথা জানান বাংলাদেশ ফুটবল দলের হেড ক্কো হ্যাভিয়ের ক্যাবরেরা।

ক্যাবরেরা বলেন, ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি তৈরি। খেলাটা কেবল ফিটনেসে আবদ্ধ নয়; মানসিকভাবেও এগিয়ে থাকতে কাজ করেছি আমরা। দলে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দারুণ এক কম্বিনেশন তৈরি হয়েছে।

এদিকে, মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে মরিয়া সাদ-হৃদয়রা। জানান কোচের পরিকল্পনা মাফিক আক্রমণ সাজানোর কথা। প্রসঙ্গত সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি দুইটি প্রীতি ম্যাচও খেলে বাংলাদেশ। টেকনিক্যাল দিকগুলো প্রয়োগের ক্ষেত্রে ফিলিস্তিন ম্যাচে যা ভালো প্রভাব রাখবে বলে মনে করেন মুজিবর রহমান জনি।

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে ফিলিস্তিন এগিয়ে থাকায় কঠোর পরিশ্রমের তাগিদ দিয়েছেন ক্যাবরেরা। সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধরাও।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply