কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে এই নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেয়।
এর আগে, সকাল সাড়ে ১০টায় সবর্স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেয়া হয়েছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাড়ে ১২টা পযর্ন্ত ফুলেল শ্রদ্ধা জানান ভক্ত-অনুরাগীরা।
জানাজার নামাজ শেষে মরদেহ নেয়া হবে আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত স্টুডিও এবি কিচেনে। পরে দ্বিতীয় নামাজের জানাজার জন্য চ্যানেল আই প্রাঙ্গণে নেয়া হবে। সেখান থেকে পুনরায় স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই কিংবদন্তীর মরদেহ।
Leave a reply