সুনামগঞ্জ করেসপনডেন্ট:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কয়লার গর্তে পড়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুজন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০-১২ জনের একটি দল টেকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুরনো একটি কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে ৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এসময় সাথে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে বের করলেও দুইজন অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে দুই কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply