জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২০ রোহিঙ্গা

|

ফাইল ফটো: রয়টার্স

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৩ জন। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকালে রাজ্যের পশ্চিমাঞ্চলের মিনবায়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। যুদ্ধবিমান থেকে ফেলা দুটি বোমার কারণেই ঘটে বিস্ফোরণ, জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এতে বাড়িঘর ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্থাপনা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অঞ্চলটিতে পালিয়ে আসাসহ ২ হাজারেরও বেশি রোহিঙ্গার বসবাস করছে। এর আগেও অঞ্চলটিতে এ ধরনের হামলা হয়েছে বলেও জানা গেছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply