স্বর্ণের দাম কমেছে

|

রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণে দর কমলো ১ হাজার ৭৫০ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকায়।

মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা কাল থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি করা হবে।

এর আগে সর্বশেষ গত ৬ মার্চ স্বণের মূল্য নির্ধারণ করে বাজুস। তাতে দেশের বাজারে রেকর্ড মূল্যে পৌঁছে যায় এই ধাতুর দাম। স্বর্ণে নতুন মূল্য নির্ধারণ করা হলেও রূপার দর অপরিবর্তিত রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply