যাকাতের কাপড় বেচাকেনা জমে উঠছে

|

ধীরে ধীরে চাঙা হচ্ছে যাকাতের কাপড়ের বাজার। চাহিদার শীর্ষে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। রাজধানীর বিভিন্ন বিপণীবিতানে এরইমধ্যে আসতে শুরু করেছে ক্রেতা। যদিও আগের তুলনার শাড়ি-লুঙ্গি দিয়ে যাকাত আদায়ের প্রবণতা কমছে। তারপরও একেবারেই কমেনি চাহিদা।

ব্যবসায়ীরা বলছেন, ১৫ রোজার পর থেকে বাড়বে চাহিদা। গত বছরের তুলনায় এবার কিছু কিছু পোশাকের দাম বেড়েছে। আর ক্রেতাদের মতে, ধনী-গরীব একসঙ্গে আনন্দ ভাগাভাগি করাই যাকাতের শিক্ষা।

গুলিস্তানের পাইকারি ও খুচরা বিপণীবিতানে ঘুরে দেখা যায়, যাকাতের জন্য এবারও শাড়ির চাহিদা বেশ। এসব মার্কেটে একেকটি যাকাতের শাড়ির সর্বনিম্ন বিক্রি মূল্য ৩৫০ টাকা। মান একটু ভালো হলে বেড়ে যায় দাম। সুতি প্রিন্টের এসব শাড়িই মূলত যাকাতে বিতরণের জন্য ক্রেতার পছন্দ।

আর লুঙ্গির ক্ষেত্রে পাঁচ হাত বহরের লুঙ্গির চাহিদা বেশি। পাতলা ধরন, চিকন সুতার লুঙ্গিও ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে। মূলত সিরাজগঞ্জ ও পাবনার লুঙ্গির চাহিদা বেশি। এছাড়া, পাঞ্জাবির ক্ষেত্রে দরদাম শুরু ২২০ টাকা থেকে। মানভেদে বেড়ে যায় দাম।

কেবল যাকাত না, ঈদকে উপলক্ষ্য করে গরিবদের মধ্যে এসব পোশাক বিতরণও করেন অনেকে। এজন্যও অনেকে কেনাকাটা সারছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply