ভারতে নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন সিনেটরের উদ্বেগ

|

সিনেটর বেন কার্ডিন। ছবি: মিডেল ইস্ট আই।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনেট বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি ও সিনেটর বেন কার্ডিন। বিবৃতি জারি করে বলা হয়, আইনটি ধর্মকে নাগরিকত্বের ভিত্তি করে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।

বিবৃতিতে কার্ডিন বলেন, ‘আমি ভারত সরকারের বিতর্কিত ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন; বিশেষ করে ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর আইনটির সম্ভাব্য প্রভাব প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন’।

তিনি আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে বিষয়টি আরও জটিল আকার ধারণ করছে। সেই সাথে আইটি বাস্তবায়নে চাপ দেওয়া হচ্ছে’।

গত সপ্তাহে, ভারতের সাধারণ নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ঘোষণা করেছে যে দলটি সিএএ বাস্তবায়নে কাজ শুরু করবে।

ভারত সরকার বলেছে যে আইনটি আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের অমুসলিম সংখ্যালঘুদের জন্য, যারা ২০১৫ সালের আগে ভারতে বসতি স্থাপন করেছিল। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর মাধ্যমে, ধর্মীয় উৎপীড়নের কারণে সংখ্যালঘুদের আশ্রয় ও নাগরিকত্ব দেবে ভারত। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply