রোনালদোকে বাদ দিয়েই সুইডেনের বিপক্ষে খেলবে পর্তুগাল

|

ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগালের ২৪ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো’কে। কেবল সিআরসেভেনই নন, বেশ কয়েকজন তারকা ফুটবলারকেও রাখা হয়েছে দলের বাইরে।

ধকল কাটাতে মূলত বিশ্রাম দেয়া হয়েছে রোনালদো, ক্যানসেলো ও ফেলিক্সদের। বাদ পড়াদের তালিকায় রয়েছেন- ডিয়েগো দালোত, হোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, ভিতিনহা, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স। সুইডেন ম্যাচে না থাকলেও আগামী সপ্তাহেই পর্তুগাল দলে যোগ দেয়ার কথা রয়েছে এই তারকার। এর আগে জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন রোনালদো। পরে তাকেসহ ৮ জনকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। ফলে সুইডেন ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড এখন ২৪ জনের।

বিশ্রাম পাওয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোনালদো। গতকাল সমুদ্রসৈকতে সন্তানদের হাত ধরে হাঁটার ছবি পোস্ট করেছেন। আজ প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ছবি দিয়েছেন। ছুটি শেষে রোনালদো আরও গোল–ক্ষুধা নিয়ে ফেরেন কি না, সেটাই দেখার অপেক্ষা। ২৬ মার্চ স্লোভেনিয়ার বিপক্ষে নিশ্চিতভাবেই বাড়তি নজরে থাকবেন এই ফুটবলার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply