পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেয়ার ঘোষণা

|

কোনো ধরনের সরকারি বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মন্ত্রিসভার সদস্যরা। মূলত দেশের অর্থনৈতিক সংকটের কথা ভেবেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২০ মার্চ) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রিসভা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এদিকে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতেও নির্দেশনা দেয়া হয়েছে। মূলত আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply