২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে শুরু হচ্ছে ৩৩ তম অলিম্পিক গেমসের আসর। ফুটবল ইভেন্ট অবশ্য শুরু হবে দুদিন আগেই। ২৪ জুলাই থেকে ৯ আগষ্ট চলবে খেলা। বুধবার (২০ মার্চ) ফ্রান্সের সেন্ট ডেনিসে হয়ে গেলো ফুটবল ইভেন্টের ড্র।
চার গ্রুপে ১৬ দলের এই লড়াইয়ে গ্রুপ ‘এ’ তে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং এশিয়া-আফ্রিকা অঞ্চলের প্লে-অফ জিতে আসা দল।
গ্রুপ ‘বি’ তে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইউক্রেন এবং এশিয়া অঞ্চল থেকে তৃতীয় কোয়ালিফায়ার হিসেবে আসা দল।
গ্রুপ ‘সি’ তে আগের আসরের স্বর্ণজয়ী স্পেনের সাথে রয়েছে মিশর, ডোমিনিকা রিপাবলিক ও এশিয়া অঞ্চল থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে আসা দল।
গ্রুপ ‘ডি’ তে খেলবে মালি, ইসরায়েল ও প্যারাগুয়ের সাথে এশিয়া অঞ্চল থেকে প্রথম কোয়ালিফায়ার হিসেবে আসা দল।
উল্লেখ্য, অলিম্পিক ফুটবল মূলত ২৩ বছর বয়সীদের নিয়ে মাঠে গড়িয়ে থাকে। তবে প্রতিটি দল ২৩ বছরের বেশি বয়স এমন ৩জন খেলোয়াড়কে দলে রাখতে পারে ।
/এমএইচআর
Leave a reply