আন্তর্জাতিক বিরতিতে এ সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগাল

|

ফুটবলভক্তদের কাছে খেলাটি ক্লাবভিত্তিক বটে। ইউরোপের বিভিন্ন দেশের লিগ ও মহাদেশীয় প্রতিযোগিতার পাশাপাশি মেসি-রোনালদো’রা তাদের বাধ্য করেছে আরব-আমেরিকার লিগে নজর রাখতে। যখনই আন্তর্জাতিক বিরতি আসে অনেকেরই মন খারাপ হয় এই ভেবে যে, ক্লাবের ম্যাচ অনেকদিন দেখতে পারবেন না।

তবে কেবলমাত্র এই সপ্তাহেই (২১ থেকে ২৭ মার্চ) রয়েছে অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ। ইউরোপ-দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলা ছাড়াও রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

আসুন দেখে নেই চলতি সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলগুলোর কোন কোন বড় ম্যাচ রয়েছে।

২১ মার্চ
ইতালি-ভেনেজুয়েলা
পর্তুগাল-সুইডেন

২২ মার্চ
স্পেন-কলম্বিয়া

২৩ মার্চ
ইংল্যান্ড-ব্রাজিল
ফ্রান্স-জার্মানি

২৪ মার্চ
ইতালি-ইকুয়েডর

২৬ মার্চ
জার্মানি-নেদারল্যান্ডস
স্পেন-ব্রাজিল
ইংল্যান্ড-বেলজিয়াম
ফ্রান্স-চিলি

২৭ মার্চ
আর্জেন্টিনা-কোস্টারিকা

এছাড়া ২১ মার্চ দিবাগত রাতে ফিলিস্তিন-বাংলাদেশ এর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। ২৬ মার্চ দেশের মাটিতে ফিরতি লেগের ম্যাচ খেলবে দুদল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply