রুশ আগ্রাসন ঠেকাতে অভিনব পন্থা ইইউ’র

|

মস্কোতে কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে উড়ছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় পতাকা। ছবি: রয়টার্স

ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে এবার রাশিয়ারই সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিভিন্ন দেশে জব্দ হওয়া রুশ সম্পদ (ফ্রোজেন এসেট) ব্যবহার করে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট। খবর রয়টার্সের।

দ্রুত বিষয়টি কার্যকর করতে এরইমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। পশ্চিমের বিভিন্ন দেশে আটক থাকা এসব রুশ সম্পদের পরিমাণ প্রায় ১৯০ বিলিয়ন ইউরো। এসব সম্পদের প্রায় ৭০ শতাংশই ব্যাংক সিকিউরিটিজ বা নগদ হিসেবে সংরক্ষিত। বেলজিয়ামের কেন্দ্রীয় সিকিউরিটিজ ডিপোজিটরি, ইউরোক্লিয়ারে সংরক্ষিত আছে এসব সম্পদ।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে গাজায় ইসরায়েলি অভিযান এবং মার্কিন কংগ্রেসের গড়িমসির কারণে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বরাদ্দ। সেই ঘাটতি পূরণে এ ধরনের উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply