এবার খুলনায় সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২২ মার্চ) সকালে নগরীর শিববাড়ী মোড় এলাকায় গরুর মাংস বিক্রি শুরু করে খুলনা ব্লাড ব্যাংক।
জনপ্রতি এক কেজি মাংস কিনতে পারবেন ৬০০ টাকায়। এই কার্যক্রম উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। আয়োজকরা বলেন, রমজানে আমিষের চাহিদা মেটানো এবং অসাধু ব্যবসায়ীদের সিণ্ডিকেট ভেঙে দিতেই সুলভ মূল্যে মাংস বিক্রির এই উদ্যোগ।
এ সময় খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ আহমেদ সবুজ বলেন, মানুষের পাশে থাকতেই ব্লাড ব্যাংকের জন্ম। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গরুর মাংসের দাম এত বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশের বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রেখে বিক্রি করছেন অনেকে। আমরাও খুলনাতে এ ধরনের উদ্যোগ নিয়েছি। ব্যবসায়ীরা ইচ্ছা করলেই ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি করতে পারেন।
রমজানজুড়েই ছয়শ টাকায় মাংস বিক্রি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। মাংস বিক্রির কার্যক্রমে কেএমপি কমিশনার মোজাম্মেল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এটিএম/
Leave a reply