চাঁদপুর করেসপনডেন্ট:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম (৪০) মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ঠেটালিয়া বেড়িবাঁধ এলাকায় চাঁদপুরগামী একটি মাইক্রোবাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নুর ইসলাম। এ ঘটনায় আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় সিএনজি ও মাইক্রোবাসটিকে জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন।
/আরএইচ
Leave a reply