প্রতীমা বির্সজনের আগে অতিরিক্ত মদপানে ৩ জনের মৃত্যু

|

প্রতীমা বির্সজনের আগে অতিরিক্ত মদপানে ঝিনাইদহের কালীগঞ্জের পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন।

নিহতরা হলেন- বলিদাপাড়ার বিকাশ, ভাটপাড়ার টিটো ও কলেজপাড়ার মুন্না। প্রতিমা বিসর্জনের আগে মদপান করে কয়েকজন যুবক। অসুস্থ হয়ে পড়লে তাদের যশোর মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের।

এদিকে হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অতিরিক্ত মদপান করায় বিষক্রিয়ায় মারা গেছে তারা বলে জানান চিকিৎসকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply