৪ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর

|

চার দিন বন্ধ থাকার পর বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।

আজ শনিবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর পুরোদমে চালু হয়েছে। শারদীয় দুর্গা পুজা উপলক্ষে, গত বুধবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ায় বেনাপোল ও পেট্রাপোলে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মহব্বত আলী জানান, দুপুর পর্যন্ত ৬৫টি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। পণ্য থেকে রপ্তানিও হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply