পাবনার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

|

বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত ; এটি ছিলো পাবনাতে এই প্রথম কোন নারী বিদ্যালয়ের পুনর্মিলনীর আয়োজন

পাবনা প্রতিনিধি
পাবনা শহরের নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নয়নাভিরাম বর্ণিল পোশাকে হৈ হুল্লোড় আনন্দে বাদ্যযন্ত্রের তালে তালে পুরো শহর মুখরিত করে তোলেন প্রাক্তন ছাত্রীরা। পুনর্মিলনী ঘিরে বিদ্যালয়কে দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়।

বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজ, প্রধান শিক্ষক আমানুল্লাহ খানম, প্রাক্তন ছাত্রী কানিজ ফাতেমা পুতুল, নিহার আফরোজ জলি, ফাহমিদা আক্তার মুন্নি, উৎসব কমিটির সদস্য মিজানুর রহমান মিজু, দেওয়ান মাহবুব প্রমূখ।

উল্লেখ্য, পাবনা শহরের মেয়েদের শিক্ষালয়ের মধ্যে এই প্রথম কোন বিদ্যালয়ের পুনর্মিলনীর আয়োজন করা হয়। আর ১৯৪৫ সালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply