সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা:
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া, পুষ্পস্তবক অর্পণ করেন কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাগণও।
এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। এসময় ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’, এই পররাষ্ট্র নীতি অনুযায়ী সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।
/আরএইচ
Leave a reply