দীর্ঘ ৯ বছর পর চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট

|

দীর্ঘ ৯ বছর পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইটটি ইতালির রোমের উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহির্গমন হলে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, মহান স্বাধীনতা দিবসে ঢাকা-রোম সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার রোম পৌঁছাতে ৯ ঘণ্টার মতো লাগবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply