সিনিয়র করেসপন্ডেন্ট, নওগাঁ:
নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ ফেরত দেয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে সীমান্তের হাঁপানিয়া এলাকায় বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
১৬ বিজিবির কর্মকর্তারা জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সাথে দিনভর যোগাযোগ করেন তারা। রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ১৬ বিজিবির সুবেদার মাহফুজুর রহমান ও বিএসএফের কেদারীপাড়া ক্যাম্পের ইনচার্জ সুভাস চন্দ্র মিনাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন। এরপর তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। তিনি চক বিষ্ণপুর কলোনী মোড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
/আরএইচ/এমএন
Leave a reply