কাশ্মীরে হাইওয়ে থেকে ৩০০ ফুট নিচে গাড়ি পড়ে নিহত ১০

|

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই ছিলেন অভিবাসী শ্রমিক। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)। শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর স্থানীয় সময় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। তারা সবাই শ্রীনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী গাড়িটি হাইওয়য়ে থেকে ৩০০ ফুট গভীরে একটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। সেই কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিছল হওয়ার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply