বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। এমনকি এটির প্রত্যাশা করাটা অর্থহীন বলে মন্তব্য করেছেন তিনি। খবর, রুশ বার্তা সংস্থা তাস।
তিনি আরও বলেছেন, বর্তমান মার্কিন প্রশাসনের এখন একটাই লক্ষ্য, কীভাবে হোয়াইট হাউসের ওভাল অফিসে টিকে থাকা যায়। তারা রাশিয়ার সাথে তাদের পররাষ্ট্রনীতি ও সম্পর্ক নিয়ে আলোচনা কিংবা গবেষণা করে না।
উল্লেখ্য, সম্প্রতি মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রানহানি ঘটে। এঘটনায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেখানকার কোনো সংসদ সদস্য সমবেদনা জানানোর জন্যও রুশ দূতাবাসে আসেননি বলেও তার বক্তব্যে যোগ করেন আনাতোলি আন্তোনোভ।
/এমএইচআর
Leave a reply