সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা

|

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দুর্ঘটনার কবলে পড়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির কোয়াজুলু–নাতাল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তবে ৮১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ও তার দেহরক্ষীদের সকলেই অক্ষত রয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দক্ষিণ আফ্রিকার পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, একজন মদ্যপ চালক সাবেক প্রেসিডেন্টকে বহনকারী রাষ্ট্রীয় সশস্ত্র গাড়িতে সজোরে আঘাত করে। এতে জ্যাকব জুমা ও তার দেহরক্ষীরা দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় ৫১ বছর বয়সী ওই চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাতাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

আগামী ২৯ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে জুমার অংশ নেয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির নির্বাচনী দফতর। নির্বাচনী কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জুমা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার শিকার হলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমাকে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ২০১৮ সালে ক্ষমতা ছাড়তে হয়। ২০২১ সালে আদালত অবমাননার দায়ে কারাগারে যেতে হয়েছিল তাকে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply