রাতে দেশে আসছে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

|

ভারত থেকে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আজ রাতে বাংলাদেশে আসছে। এমনটা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌। তিনি জানান, এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের নবম সভা শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর দাবি, গত কয়েক বছরের মধ্যে এ বছর বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী। তিনি জানান, পহেলা বৈশাখ থেকে সরু বা মোটা চাল হিসেবে নয় বরং জাত অনুযায়ী চাল বিক্রি করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ ভাগ বাড়লেও বাংলাদেশে ১ থেকে ২ ভাগ বেড়েছে। তিনি আরও জানান, সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আছে। কৃষিপণ্যের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে।

তার দাবি, নির্ধারিত দামের তুলনায় কিছু পণ্যের দাম কমেছে। কোরবানির ঈদ পর্যন্ত তেল ও চিনির মজুদ যথেষ্ট আছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply