ভারতের উত্তর দিল্লির ওয়াজিরাবাদের একটি গ্রাম। হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। প্রাণীটির আক্রমণে আহত হন গ্রামের পাঁচজন মানুষ। সোমবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জগৎপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের বাড়িতে ঢুকে পড়ে চিতাটি।স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা চিতা বাঘটিকে একটি কামরায় আটকে ফেলেন। টানা ৪ ঘণ্টা চেষ্টার পর আটক করা হয় বাঘটিকে।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ছয়টা ২০ মিনিটের দিকে ঘটনাটির বিষয় জানতে পারে ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে দুজন সদস্যকে পাঠানো হয় সেখানে।
পুলিশ জানিয়েছে, মোট পাঁচজন মানুষ চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের নাম মাহেন্দের, আকাশ এবং রামপাল। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআই
Leave a reply