আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) এই রায় দেন ইসলামাবাদ হাইকোর্ট।
আদালত জানান, এই ইস্যুতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ঈদের পর। গত ৩১ ডিসেম্বর ‘পিটিআই’ প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা মামলার রায় ঘোষিত হয়। ইসলামাবাদের দুর্নীতি দমন আদালতের দেয়া রায়ে দুজনকেই ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর পাশাপাশি, পরবর্তী ১০ বছর ইমরান ও তার স্ত্রী কোনো সরকারি পদে কাজ করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
তাদের দুইজনকেই ৭৮ কোটি ৭০ লাখ রূপি জরিমানা করা হয়। অভিযোগ ওঠে, বিভিন্ন সময় তোশাখানায় থাকা উপহার সামগ্রী নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন ইমরান খান।
/এএম
Leave a reply