নেতানিয়াহুর হার্নিয়ার সফল অস্ত্রোপচার

|

ছবি: রয়টার্স

সফল অস্ত্রোপচার হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীরে। রোববার (৩১ মার্চ) তেল আবিবের এক হাসপাতালে হার্নিয়া অপসারন করা হয় তার শরীর থেকে। খবর সিএনএনের।

৭৪ বছর বয়সী নেতানিয়াহুর হৃদযন্ত্রে আগে থেকেই বসানো আছে পেসমেকার। বছর না ঘুরতেই আবারও ছুরি কাঁচির নিচে যেতে হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সময় ধরা পড়ে হার্নিয়ার বিষয়টি। সেটি অপসারণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শারীরিক জটিলতার কারণে তার অনুপস্থিতিতে সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সবাইকে নিশ্চিত করতে চাই, শিগগিরই সুস্থ হয়ে আবার কাজে ফিরব। সাংবাদিকসহ সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার খোঁজ নিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply