গাজায় ইসরায়েলি বিমান হামলা কেড়ে নিল ৫ ত্রাণকর্মীর প্রাণ

|

গাজার দেইর এল-বালাহ’তে ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের পর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন ত্রাণকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও ফিলিস্তিনের সাহায্যকর্মী রয়েছেন।

এদিকে, ইসরায়েলি বিমান হামলায় ত্রাণকর্মীদের নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ ঘটনায় নিহত অস্ট্রেলিয়ার ত্রাণকর্মীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সাথে এ ঘটনায় পূর্ণ জবাবদিহি চেয়েছেন।

এই হামলায় নিহত হওয়ার পূর্বে অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, তিনি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) শেফদের সাথে গাজার দেইর এল-বালাহতে গরুর মাংস এবং সবজির স্টু তৈরি করছেন। খাবারগুলো গাজায় শরণার্থীদের জন্য প্রস্তুত করছিলেন তারা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply