রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ৮টায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পরীক্ষা হয়।
বিভিন্ন অনুষদের পরীক্ষা চলবে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগের মোট আসন চার হাজার সাতশ’টি। এর বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করেছে ৮৮ হাজার ৫৪৩ জন ভর্তিচ্ছু। জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
Leave a reply