ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। তাদের বয়স ১২ বছর। পুলিশ সন্দেহভাজন হিসেবে ১২ বছরের এক কিশোরকে আটক করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) হেলসিঙ্কি শহরতলির ভিয়েরতোলা স্কুলে ঘটে এই ঘটনা। জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার ১২ বছর বয়সী এক শিশু স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত হয় তিন শিক্ষার্থী। পরে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও সঙ্কটাপন্ন। এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারী শিশুকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৯টার কিছুক্ষণ আগে ভিয়েরতোলা স্কুলে হামলার ঘটনার পরপরই তারা সেখানে পৌঁছান। সে সময় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। স্কুলটিতে প্রায় আটশ শিক্ষার্থী রয়েছে।
/এএম
Leave a reply